![]() |
প্রতিক ছবি |
জরুরি খবর : সামির খাঁন
দীর্ঘ ১০ মাস চলছে লেবাননের ডলার সংকট তার মাঝে এলো আবার কোরনা কাজ নেই বেশিরভাগ প্রবাসীর।
ডলারের দাম এতটা বেড়ে গেছে যে সবকিছুর দাম বেশির চাইতেও বেশি হয়ে গেছে যে চাউলের দাম ছিল ২৫০০০লিরা সে চাউলের দাম এখন হয়েছে ১৫০০০০ লিরা ১ ডলার এখন ১০০০০ লিরা |
একজন প্রবাসীর যদি বেতন পায় ৭০০০০০ লিরা তাহলে সে 100 ডলার বানাতে পারেনা তবে কি করে সে দেশে টাকা পাঠাবে তাও আবার বেশিরভাগ প্রবাসী কাজ নেই।
ডলার সম্পর্কে লেবানিজ দের কাছে জিজ্ঞাসা করলে বলে ডলার আর ২, ৩ বছরের মধ্যে ঠিক হবে না কবে ঠিক হবে আল্লাহু জানে তোমরা কেন এই দেশে আছো বাংলাদেশে চলে যাও এ দেশের যুদ্ধ লাগতে পারে।
মূলকথা এই অবস্থায় যাদের কাজ নেই তারা কি করে এদেশে থাকবে আর যাদের কাজ আছে কোন আশায় থাকবে যে খানে ৮ হাজার টাকা ও পাঠাতে পরে না তার বেতনের টাকা দিয়ে।
তাই লেবানন প্রবাসীদের একটাই দাবি তাদের যেকোনো ভাবেই দেশে নেওয়ার ব্যবস্থা করুক সরকার। টিকিটের টাকাটা তারাই দিয়ে দেশে যাবে তারপর যেকোন মূল্যেই তাদের দেশে নেয়া হোক |
Tags
প্রবাসী খবর