মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্ট


 মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে গত মঙ্গলবার স্থানীয় গ্রামবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এর একদিন পরে গতকাল বুধবার সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে বালু মহলের ইজারা নেয়া প্রিন্স কনস্ট্রাকশন মালিক মো. প্রিন্স মাহমুদ জানান আমি সরকারের কাছ থেকে বালু মহল ইজারা নিয়েছি সরকার আমাকে যে জায়গায় ইজারা দিয়েছে আমি সেই জায়গায় বালু উত্তোলন করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, গতকাল সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেছি বালু মহলে যেখানে ইজারা দেয়া হয়েছে সেখানেই বালু কাটার মেশিন পাওয়া গেছে, স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে ইজারা ব্যতীত অন্য কোন জায়গায় বালু উত্তোলন করলে সাথে সাথে আমাকে জানানোর জন্য। আর মোবাইল কোর্ট অব্যাহত থাকবে এবং অন্য জায়গায় মাটি কাটা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post