সরকারের পাঠানো অনুদান পাননি জার্মানি প্রবাসী বাংলাদেশিরা

জরুরি খবর

করোনা সংকট মোকাবিলায় ইউরোপের প্রবাসীদের জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের অর্থ ইউরোপের বেশ কয়েকটি দেশে পাঠানো হয়েছে। কিন্তু জার্মানি প্রবাসীদের দাবি, কোন অর্থই তারা পাননি। একই দাবি করা হয়েছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকেও। তারা জানান, বিষয়টি স্পষ্ট করতে চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
করোনার কারণে আপদকালীন পরিস্থিতি সামাল দিতে ইউরোপের দেশগুলোতে বসবাসরত দুঃস্থ ও অনিয়মিত প্রবাসীদের জন্য দেয়া হয় ২০ লাখ টাকার এককালীন অনুদান। অনুদান পাওয়া দেশগুলোর মধ্যে স্পেন, গ্রিস, ইতালী বা ফ্রান্সের মতো দেশগুলোর নাম থাকলেও তালিকা থেকে বাদ পড়ে প্রতিবেশী দেশ জার্মানির নাম।
তবে সাম্প্রতিক সময়ে দেশের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান রাষ্ট্রীয় অনুদান দেয়া হয়েছে জার্মানিতেও।
সাক্ষাৎকার প্রচারের পর থেকেই অনুদান না পাওয়ার অভিযোগ করেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
এদিকে জার্মানীতে নিযুক্ত রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের কাছে অনুদানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও জানান, কোন রাষ্ট্রীয় আর্থিক সহযোগিতা তিনি পাননি। সেই সাথে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অনুদানের বিষয়টি পরিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Previous Post Next Post