ফেনীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেপ্তার


সব খবর Facebook পেতে লাইক দিয়ে রাখুন জরুরি খবর পেইজে

ফেনীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বিদেশফেরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ফেনী সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. পারভেজ (৩২) সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানেবাড়ির মাবুল হকের ছেলে। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে আসেন বলে জানান ওসি আলমগীর।

তরুণীর অভিযোগ, মঙ্গলবার রাতে ঘরের সামনে থেকে তাকে মুখ চেপে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যান পারভেজ। পরদিন সকালে তিনি স্থানীয়দের সহায়তায় থানায় মামলা করেন।

ওসি আলমগীর বলেন, গোপন খবর পেয়ে পুলিশ রাতে ফেনী সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
Previous Post Next Post