জরুরি খবর
মানিকগঞ্জ সদর উপজেলার হেলাচিয়ার অন্তর্গত বরুনা গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধু রহিমা খাতুন ও তার দুই সন্তান কে কুপিয়ে যখম করার ঘটনা ঘটে। রহিমা খাতুন অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি ও পাওনা টাকা দাবি করলে তার ভাসুর ফজলুল হক (৪৫) ও ভাসুরের দুই পুত্র রনি (২০), কাউসার (১৮) ০৩ জুলাই ২০২০ তারিখ রাত ১২ টার দিকে রহিমা বেগম ও তার দুই পুত্র নয়ন (১৫), রবিন (১৯) এর উপর দেশি অস্ত্রসস্ত্র দারা হত্যার উদ্দেশ্য হামলা করে। রহিমা বেগম আরো বলেন আগামী রবিবার ১২ জুলাই এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গ ও প্রশাসনের উদ্দেগ্যে বিষয় টি মিমাংসার জন্য তাদের ডাকা হয়েছে, মিমাংসার ব্যাপারে তারা বলেন ন্যায্য পাওনা ও উপযুক্ত বিচার চাই।
ঘটনা সম্পর্কে অভিযুক্ত ফজলুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন এবং বানোয়ট।