বিয়ের দাবিতে জবি ছাত্রের বাড়িতে জর্ডান প্রবাসীর অনশন!


এবার বিয়ের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের বাড়িতে অনশন করছেন জর্ডান প্রবাসী এক তরুণী। এ ঘটনার পর থেকে পালিয়ে গেছে ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামে। ওই তরুণীর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

প্রেমিক মোস্তাফিজুর রহমান ফায়জুল চৌমুহন গ্রামের সাইফুল ইসলাম সান্টুর ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।

ওই তরুণী জানান, জর্ডানে কর্মরত অবস্থায় মোবাইলে ফায়জুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের জন্য তিনি জর্ডান থেকে দেশে আসেন। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ফায়জুল বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে গিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের জন্য চাপ দিলে ফায়জুল পিছুটান দেয়। একপর্যায়ে ঢাকা থেকে বাড়িতে চলে এসে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে ফায়জুলের বাড়িতে ছুটে এসেছেন তিনি। তবে এখানে আসার পরে ফায়জুলের স্বজনরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তিনি অভিযোগ করেন।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Previous Post Next Post