জরুরি খবর
মানিকগঞ্জের সিংগাইরের আজিমপুরে এক বৃদ্ধাকে মেরে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার আটজন ব্যক্তির বিরুদ্ধে। গত ৩০ মে আজিমপুরের রংয়ের বাজার এলাকায় ওই বৃদ্ধার নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
ঘটনার বিচার দাবি করে সিংগাইর থানায় মামলা করেছেন বৃদ্ধা বন বিবির (৬৫) ছেলে মুক্তার হোসেন (৪৮)।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন রফিকুল মাষ্টার (৩৫), মো. শহিদুল (৩০), মহিদুল (২৭) মিঠু উদ্দিন (৫৫), ইলা আক্তার (২৮), আরিফা (২৫) ও রহিমা বেগম (৫২)। অভিযুক্তদের বাড়ি ওই বৃদ্ধার বাড়ির পাশেই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ বছর আগে স্থানীয়ভাবে বৈঠক করে জমি রদবদলের মাধ্যমে ওই বৃদ্ধার বাড়ি থেকে রাস্তা বের করা হয়। গত ৩০ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা ওই রাস্তা বাঁশ দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেন। এসময় বন বিবি তাঁদেরকে রাস্তা আটকাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মিঠু উদ্দিন বন বিবিকে এলোপাথারি মারধর করতে থাকেন। এসময় অভিযুক্ত রফিকুল মাস্টার লোহার শাবল দিয়ে বন বিবিকে আঘাত করেন। শাবলের আঘাতে বন বিবির বাম হাতে গুরুতর জখম হয়।
এসময় বৃদ্ধার নাতি ওমর ফারুফ (২৭) বৃদ্ধাকে বাঁচাতে গেলে তাঁকেও অভিযুক্ত শহিদুল ও মহিদুল মারধর করে। পরে বনবিবিকে সিংগাইর ঘোনাপাড়া সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খারাপ হলে সেখান থেকে তাঁকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
Tags
দেশের খবর