লেবানন দূতাবাস সাহায্য কতটা কাজে লাগছে প্রবাসীদের



লেবননের দূতাবাস সাহায্য করছে এই নিউজ সব নিউজ পেপার টিভিতে দিচ্ছে কিন্তু এই খাবার সহায়তা দিয়ে কি কোন উপকার হচ্ছে প্রবাসীদের।

ঘত কয় এক দিন দরেই লেবানন দূতাবাস প্রবাসীদের ৫ কেজি চাল ১ কেজি ডাল ২ কেজি আলু ১ কেজি তৈল দিয়ে সাহায্য করেছে এই নিউজ টা সব নিউজ এই বলছে।


কিন্তু এই খবার এর চাইতেও বেশি সমস্যা তাদের থাকায় কারন বাসা বাড়া না থাকলে তারা থাকবে কোথাই আর তার মাজে ৬, ৭ এমন হয়ে গেছে তাদের কাজ নাই ডলার সমস্যার কারণে তাই প্রবাসীদের কাবারের চাতে বাসা বাড়াটা বেশি দরকার বলে জানিয়েছে জরুরি নিউজ কে।

সবার দাবি দূতাবাস যেন তাদের দিকটা বুজে তাদের বাসা বাড়ার বেবস্তাটা করে দেয়।
Previous Post Next Post