করোনার কারনে লেবাননের সব প্রবাসীরা প্রায় ঘরে বসা এতে করে সবার বাসা বাড়া খাওয়ার সমস্যা হচ্ছে যদিও দূতাবাস থেকে সাহায্য করার কথা থাকলেও সেই সাহায্য টা কতটা মানুষের কাছে যে পৌঁছাবে এটা নিয়েও সন্দেহ আছে অনেকের মনে |
কারন লেবাননে লকডাউন এখন ও চলছে আর প্রবাশী দের বাসায় থাকার কথা বলছে দূতাবাস থেকে কিন্তু তারা বাসা বাড়া না দিতে পারলে কি করে বাসায় থাকবে প্রবাশীরা এইটা বুজছেনা দূতাবাস থেকে।
এই রকম নানা সমস্যা ভুগছে প্রবাসীরা তাই লেবানন প্রবাসীরা সকলে চায় সরকার যেভাবে হোক তাদের বিনা পয়সায় দেশে যাওয়ার সুযোগ করে দেক।
যদি এমন অবস্তা চলতে থাকে তবে না খেয়ে মরতে হবে এই রেমিট্যান্স যোদ্ধাদের।
Tags
প্রবাসী খবর