জরুরি নিউজ
১০ মাস লেবননের ডলার সংকট ১৫০ টাকায় আগে ১০০ ডলার পাওয়া যেতো
আর সেই ডলার এখন ৭০০,৮০০ঘরিয়ে ৯৫০, বাংলাদেশেরা এখন ১০০ ডলার করতে গেলে ৯০০, ৮৫০ এমন লাগে।
এই ডলারে সাথে সাথে তাই সব পণ্য ও দাম বেড়ে গেছে কারন লেবাননের সব পণ্য প্রায় অন্য দেশ থেকে আমদানি
ডলার ছারা আমদানি করতে পাছেনা তাই মার্কেট গুলো ফাকা হয়ে যাচ্ছে।
আজ লেবাননের অনেক এলাকায় চাওলের দাম হুট করে ১৫০ করে চলছে যদি ও লেবাননের বাইরুথে ১১০, ১০০ করে বিক্রি করছে।
সাধারন প্রবাসীদের অনুরোধ যারা বাংলাদেশি ব্যবসায়ীরা আছে বাংলাদেশি প্রবাসীদের কাছে থেকে দামটা কম নেয়ার
চেষ্টা করেন।
সবাই প্রবাসী এবং দেশের বাইরে আমরা আমরাই যদি সাহায়্য না করি তবে তো আমরাই মরবো।
লেবাননের বাংলাদেশ দূতাবাসের আশ্বাসে প্রবাসীরা স্বস্তি খুজছে
জরুরি খবর
অনেক প্রতিক্ষার পর আল্লাহুর রহমতে লেবাননের প্রবাসিদের দিকে নজর পরেছে দূতাবাসের।
অকেক কষ্টে দিন কাটছে লেবাননে থাকা বাংলাদেশিদের ডলার সংকট করোনা সব কিছুর দাম বেশি কাজ নেই এবং কি দেশে যেতে পারছেনা এই অবস্তাই সব প্রবাসিরা দিনগুন ছিল কবে দেশে যাবে সেই অপেক্ষার আসার বানি শুনালো বাংলদেশে লেবানন দূতাবাস।
দূতাবাস বলেছে সব ঠিক থাকলে জুলাই মাসের মাজা মাজি থেকে দেশে জাবার কাজ শুরু করবে এই খবরে একটু স্বস্তি খুজছে লেবাননে থাকা বাংলাদেশ প্রবাসিরা।
Tags
প্রবাসী খবর